সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
ডাইনোসরের গর্জন শুনছে পৃথিবী!

ডাইনোসরের গর্জন শুনছে পৃথিবী!

ডাইনোসরের গর্জন শুনছে পৃথিবী!
ডাইনোসরের গর্জন শুনছে পৃথিবী!

বিনোদন ডেস্কঃ জুরাসিক ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’ স্রেফ কাঁপিয়ে দিয়েছে বক্স অফিস। শুধু দেশে নয়, সারা বিশ্বেই শোনা যাচ্ছে ডাইনোসরের গর্জন। প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল স্টুডিও জানিয়েছে, মুক্তির পর শুধু যুক্তরাষ্ট্রেই এ পর্যন্ত ১৫ কোটি ডলার আয় করেছে ছবিটি। অন্যদিকে বিশ্বব্যাপী ৭০ কোটি ডলারের বেশি আয় করেছে জুরাসিক ওয়ার্ল্ডের ডাইনোসররা।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, জুরাসিক সিরিজের নতুন ছবির সঙ্গে পিক্সারের অ্যানিমেটেড ছবি ‘দ্য ইনক্রেডিবলস ২’-এর হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তবে সারা বিশ্বেই জুরাসিক সিরিজের চলচ্চিত্রের আবেদন থাকায় কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে এর প্রযোজক প্রতিষ্ঠান ইউনিভার্সাল।

এরই মধ্যে আয়ের দিক থেকে ফক্সের ‘ডেডপুল ২’-কে ছাড়িয়ে গেছে ‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’। ২০১৮ সালের বড় ছবির তালিকায় একে তৃতীয় অবস্থানে রাখছেন বিশ্লেষকেরা। সুপারহিরো ছবির যুগে জুরাসিক ওয়ার্ল্ডের সাফল্য ব্যতিক্রম বলেই মত দিচ্ছেন অনেকে।

ভ্যারাইটির খবরে বলা হয়েছে, হাতে গোনা কয়েকটি ছবিই ডাইনোসরদের সঙ্গে পাল্লা দিতে পারছে। অন্যগুলো পাত্তাই পাচ্ছে না।

জুরাসিক সিরিজের এই ছবি আগামী ৬ জুলাই পর্যন্ত বক্স অফিসে দাপট দেখাবে বলে ধারণা করা হচ্ছে। ওই দিনই অ্যান্ট ম্যান সিরিজের নতুন সিক্যুয়াল মুক্তি পাওয়ার কথা রয়েছে। ডাইনোসর পিঁপড়ায় হোঁচট খায় কি না, সেটিই এখন দেখার বিষয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com