সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

ঠাকুরগাঁওয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ১৭ মার্চ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে জেলা শহরের ডাকবাংলো চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানান।

প্রথমে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। সেখানে কিছু সময় নীরবে দাড়িয়েও থাকেন তিনি।

এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়াামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এদিকে বালিয়াাডাঙ্গী উপজেলায় জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী লীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী সহ সকল সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গী থানা পুলিশ প্রশাসন ,উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, উপজেলা প্রেসক্লাব,সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com