নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে এক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে হত্যাকারীরা ডাকাত দলের সদস্য।
সদর জেলার বংকিরা গ্রামের হাওনঘাটা নামক স্থানে শনিবার রাতে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার সেনা সদস্য সাইফুল ইসলাম (৩২) টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসের মেডিকেল কোরের সৈনিক পদে কর্মরত ছিলেন। তিনি বংকিরা গ্রামের হাবিবুর রহমান হাবুর ছেলে।
নিহতের ভাই মনিরুল ইসলাম জানান, তিনি ও সাইফুল ঈদের ছুটিতে বাড়িতে যেয়ে বিকালে পার্শ্ববর্তী গ্রামে সাইফুলের শ্বশুর বাড়িতে বেড়াতে যান। রাত ৯টার দিকে মোটরসাইকেল যোগে ফেরার পথে ডাকাতরা রাস্তার উপর গাছ ফেলে তাদের গতিরোধ করে।
এসময় তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তার ভাইকে মারাত্মকভাবে কুপিয়ে আহত করে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়।
এতে গুরুতর আহত সাইফুল ইসলামকে উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ এমদাদুল হক জানান, এ হত্যাকাণ্ড শত্রুতামূলক নাকি ডাকাত কর্তৃক তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্বৃত্তদের ধরতে এলাকায় অভিযান শুরু হয়েছে।
Leave a Reply