সংবাদ শিরোনাম :
জালে সাড়ে ৭ মণ ওজনের ‘শাপলা পাতা মাছ’

জালে সাড়ে ৭ মণ ওজনের ‘শাপলা পাতা মাছ’

জালে সাড়ে ৭ মণ ওজনের ‘শাপলা পাতা মাছ’
জালে সাড়ে ৭ মণ ওজনের ‘শাপলা পাতা মাছ’

বার্তা ডেস্কঃ ভোলার চরফ্যাশন উপজেলা সংলগ্ন মেঘনা নদী থেকে জেলেদের জালে ধরা পড়া সাড়ে ৭ মণ ওজনের শাপলা পাতা মাছ বরিশাল নগরের বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।

রোববার (০১ এপ্রিল) সকালে মাছটি কেটে ভাগা দিয়ে বিক্রি করছেন মাসুম বেপারী নামে এক মৎস্য ব্যবসায়ী।

মাসুম জানান, গত শুক্রবার (৩০ মার্চ) রাতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। পরে শনিবার (৩১ মার্চ) মাছটি বরিশালের মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে জেলেদের কাছ থেকে সাড়ে ৭ মণ ওজনের ওই মাছটি ক্রয় করেন রনি ফিস নামের মৎস্য আড়ত মালিক।

সকালে মাছটি সেখান থেকে কিনে ৫০০ টাকা করে ভাগা দিয়ে বিক্রি করছেন বলেও জানান মাসুম।

ব‌রিশাল মৎস্য কার্যালয়ের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস জানান, এ মাছের ইংরেজি নাম (Leopard Stingray)। স্থানীয় নাম শাপলাপাতা, হাউস, সানকুস, চিত্রা হাউস। এ মাছ গু‌লো উপকূলীয় অগভীর নদী, প্যারাবনে (ম্যানগ্রোভ) পাওয়া যায়।

স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা জানান, শাপলা পাতা মাছটি কাটার আগে উৎসুক জনতা খবর পেয়ে বরিশাল নগরের পোর্ট রোডের মাছের পাইকারি বাজারে দেখার জন্য আসেন। এর আগে বিশাল আকারের এ মাছটি ভ্যানে করে রঙ-বেরঙের ফিতা দিয়ে সাজিয়ে নগরের বিভিন্ন এলাকায় প্রদর্শন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com