সংবাদ শিরোনাম :
চেনা যায় এই অভিনেতাকে?

চেনা যায় এই অভিনেতাকে?

চেনা যায় এই অভিনেতাকে?
চেনা যায় এই অভিনেতাকে?

লোকালয় ডেস্কঃ পরনে কালো রঙের প্যান্ট ও গেঞ্জি। তার ওপর রেইনকোট! চোখে বাহারি চশমা, গলায় গামছা। গোঁফগুলোতে রংচটা ভাব। প্রথম দর্শনে তাকে চেনা ভার। ভিড়মি খাওয়ার মতো অবস্থা। একটু ভালো করে খেয়াল করলে বোঝা যাবে, তিনি বাংলাদেশের টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

আসছে ঈদে প্রচারিত হবে ‘ডালিম কুমার’ নামের একটি নাটক। সে নাটকের জন্যই এমন রূপ ধারণ করেছেন নিশো।

মুক্তি প্রতীক্ষিত নাটকে নিশোর এই চেহারার কয়েকটি স্থিরচিত্র এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। এ নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।

নাটকটি নির্মাণ করেছেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মাহমুদ দিদার। ঈদের তৃতীয় দিন চ্যানেল আইতে রাত ৯টা ১৫ মিনিটে এটি প্রচারিত হবে।

                                        ‘ডালিম কুমার’ নাটকে আফরান নিশো। ছবি: সংগৃহীত

নাটকে আফরান নিশো ছাড়াও অভিনেতা শহীদুজ্জামান সেলিম, কুহু নুশরাতসহ আরও অনেকেই অভিনয় করেছেন। ঢাকার বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ হয়েছে।

নির্মাতা মাহমুদ দিদার তার ফেসবুকের ওয়ালে নাটকটি নিয়ে ‘ডালিমকুমার, কংকাবতী সম্পর্কিত জটিলতা’ শিরোনামে লিখেছেন, ‘সবকিছু ফর্মুলা মতে হবে, এমন কোনো কথা নাই। গল্পের রাজকুমার চৌর্যবৃত্তি করে ডালিম কুমার নামে ঢাকার রাস্তায় নেমে পড়ছে।

                                             ‘ডালিম কুমার’ নাটকে আফরান নিশো। ছবি: সংগৃহীত

তার তো উড়োজাহাজ নাই, তাই জনসন রোড নিবাসী আবু তালেবের ঘোড়ার গাড়িতে তারে দেখা যায়। উত্তেজিত শহরের পিক আওয়ারের জ্যামে ডালিমকুমার আটকা পড়ে। তার প্রেমিকা কংকাবতী পালকিতে চড়ে বসেছে। লাল শাড়িতে এক খণ্ড আগুন্মুখো সুন্দর।

আজ সহমরণ ডেকে নেবে তারে। ‘‘আমি তো অলৌকিক মাইয়া মানুষ’’, কইন্যা বলে! বোহেমিয়ান ডালিমকুমার তার মৃত্যুর স্বাধীনতা ঘোষণা করছে। ‘‘স্বেচ্ছামৃত্যু ঘোষণার ভিতর দিয়ে প্রকৃতপক্ষে আমি জীবনের আশাবাদ রচনা করছি, প্রতিটা মৃত্যুই আসলে সুগভীর জীবনের তাড়না’’, ডালিমকুমার বলে।

আজ ডালিমকুমার আর কংকাবতীর জীবনে অভূতপূর্ব দিন। ঊর্ধ্বগামী উড়াল সেতু থেকে, ডালিম কুমার আর তার রাজকুমারী ঝুলে পড়বে, মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত। অথচ ডালিম কুমার মরে না। ঈদুল ফিতরের আগে, সাওয়াল মাসের চান রাইতে, ২১৮/১ প্রেমচাঁদ লেনের ডিসকো পার্টিতে প্রেমিকাসমেত তারে দেখা যায়।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com