সংবাদ শিরোনাম :
চলতি শতাব্দীতেই বিশ্বের সর্ববৃহৎ ধর্ম হবে ইসলাম : গবেষণা

চলতি শতাব্দীতেই বিশ্বের সর্ববৃহৎ ধর্ম হবে ইসলাম : গবেষণা

http://lokaloy24.com

পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় বলা হয়েছে, আগামী ২০৭৫ সালের মধ্যে ইসলামই হবে বিশ্বের সর্ববৃহৎ ধর্ম। সংস্থাটির বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সংস্থাটি দাবি করছে, ‘খ্রিস্টান ধর্ম এখনো পৃথিবীর বৃহৎ ধর্ম। তবে ২১ শতাব্দীর শেষদিকে গিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাবে ইসলাম ধর্ম।

২০১৫ সালের এক গবেষণা শেষে পিউ জানায়, এখন যেভাবে বাড়ছে সেভাবে মুসলিম বৃদ্ধির ধারা বজায় থাকলে ২০৫০ সাল নাগাদ বিশ্বে খ্রিস্টান ও মুসলিমের সংখ্যা সমান সমান পর্যায়ে চলে যাবে। যদি তা হয় তবে ইতিহাসে প্রথমবারের মতো দুটি আলাদা বিশ্বাসের সমান সংখ্যক মানুষ বিরাজ করবে পৃথিবীতে।

 

২০১৭ সালের আরেকটি গবেষণায় বলা হয়েছে, মুসলিমরা ২০১৫-২০৬০ সালের মধ্যে সামগ্রিক বিশ্বের জনসংখ্যার তুলনায় দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। এই শতাব্দীর দ্বিতীয়ার্ধে বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হিসাবে খ্রিস্টানদের ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com