সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগারে চিকিৎতসকদল

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগারে চিকিৎতসকদল

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগারে চিকিৎতসকদল
খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগারে চিকিৎতসকদল

লোকালয় ডেস্কঃ কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার অনুমতি পেতে নাজিমুদ্দিন রোডের পুরান কারাগারে গেছেন ১২ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল।

সোমরার (০৫ মার্চ) বেলা ১২টার দিকে চিকিৎসকরা কারাফটকের সামনে যান। চিকিৎসক দলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের মোট ১২ জন চিকিৎসক রয়েছেন।

চিকিৎসক প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অধ্যপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, গত ২৬দিন ধরে খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে বন্দি করে রাখা হয়েছে। এই সময়ের মধ্যে তাকে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা দেওয়া হয়েছে কি-না তা আমরা জানি না।

‘তিনি আগে থেকেই অসুস্থ। আমরা তার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করার জন্য এসেছি। এ কাজ সম্পন্ন না করা পর্যন্ত ফিরে যাবো না।’

তিনি বলেন, শুধু আমরা নই, খালেদা জিয়া ও তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে সমগ্র জাতি আজ উদ্বিগ্ন। এখানে অনেক ডাক্তার রয়েছেন, যারা বিভিন্ন সময়ে চেয়ারপারসনের চিকিৎসায় নিয়োজিত ছিলেন।

সংবাদমাধ্যমে কথা বলার পরপরই চিকিৎসক প্রতিনিধি দলটি আইজি প্রিজনের কাছে অনুমতি নিতে যান। তবে এ সংবাদ লেখা পর্যন্ত অর্থাৎ দুপুর একটা পর্যন্ত অনুমতি পাননি তারা।

ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে চিকিৎসক প্রতিনিধি দলে রয়েছেন অধ্যাপক ডা. সিরাজ উদ্দিন আহম্মেদ, অধ্যাপক ডা. এস এম এ রায়হান, অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন, অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com