সংবাদ শিরোনাম :
‘কাশ্মীর নিয়ে যুদ্ধ বাধলে ভারতের পক্ষে থাকবে বাংলাদেশ’- স্বরাষ্ট্রমন্ত্রী

‘কাশ্মীর নিয়ে যুদ্ধ বাধলে ভারতের পক্ষে থাকবে বাংলাদেশ’- স্বরাষ্ট্রমন্ত্রী

‘কাশ্মীর নিয়ে যুদ্ধ বাধলে ভারতের পক্ষে থাকবে বাংলাদেশ’- স্বরাষ্ট্রমন্ত্রী
‘কাশ্মীর নিয়ে যুদ্ধ বাধলে ভারতের পক্ষে থাকবে বাংলাদেশ’- স্বরাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ভারতের কাশ্মীর নিয়ে যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এমন অবস্থায় ভারত পাকিস্তান যুদ্ধ বাধলে বাংলাদেশ ভারতের পক্ষে থাকবে।

তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ রয়েছে। সবখানে ভারত আমাদের সহযোগিতা করে করে আসছে। ভারত যখন আ’ক্রান্ত হবে,তখন নিশ্চয়ই আমরা ভারতের সঙ্গে থাকব।’

দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের উত্তেজনার মধ্যে বাংলাদেশের অবস্থান কী—জানতে চাইলে তিনি বলেন,‘নয়াদিল্লিতে সাম্প্রতিক সফরের সময়ে ভারতীয় সাংবাদিকেরাও একই প্রশ্ন করেছিলেন।

আমি বলেছি, ভারত যখন আক্রান্ত হবে, তখন নিশ্চয়ই আমরা ভারতের সঙ্গে থাকব।’ চলমান অবস্থায় বাংলাদেশের কোনো প্রস্তুতি রয়েছে কি না—জবাবে আসাদুজ্জামান খান বলেন, পাকিস্তানের সঙ্গে আমাদের বর্ডার নেই।

এতে প্রধান তথ্য কর্মকর্তা শামীম চৌধুরী, বিএসআরএফের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানসহ জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com