সংবাদ শিরোনাম :
কল্পকাহিনীর ট্রান্সফরমার’স রোবট এখন বাস্তবে

কল্পকাহিনীর ট্রান্সফরমার’স রোবট এখন বাস্তবে

মেথড ২ রোবট
মেথড ২ রোবট

মেথড-২ নামের এই রোবটটির ওজন ১.৬ টন। রোবটটির মাথার ভেতরে একটি খুপরিতে বসে পাইলট এটি নিয়ন্ত্রণ করতে পারবেন বলে প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।

আগের বছর ‘মার্স’ সম্মেলনে এই রোবটটিতেই অভিভূত হয়েছিলেন অ্যামাজন প্রধান জেফ বেজোস। এটি নিয়ে টুইটও করেছিলেন তিনি।

হলিউডের জনপ্রিয় ট্রান্সফরমার’স সিনেমায় যে ধরনের জায়ান্ট রোবটগুলো দেখা গেছে মেথড-২ সে ধরনেরই একটি রোবট। এই রোবট তৈরি করতে হলিউড নকশাকারী ভিটালি বুলগারভ-কে নিয়োগ দিয়েছে হ্যানকক। ‘ট্রান্সফরমার’স এইজ অফ এক্সটিংকশন’ ছবির রোবটগুলোও নকশা করেছেন তিনি।

খুপরির ভেতরে থাকা পাইলটের হাত ও আঙ্গুলের ভঙ্গি নকল করে নিজের হাত ও আঙ্গুল নাড়াতে পারে মেথড-২। রোবটটির পা নিয়ে এখনও কাজ করছেন প্রকৌশলীরা। এটির ভারসাম্য খুব বেশি ভালো না হওয়ায় ওপরে বড় দুইটি চেইন দিয়ে আটকিয়ে রাখা হয়েছে রোবটটি।

মেথড-২ তৈরিতে ১০ কোটি মার্কিন ডলার খরচ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রোবটটি বিক্রির জন্য নয় বলে জানিয়েছে হ্যানকক। তবে, কোনো একদিন রোবটটির একটি সংস্করণ দূর্যোগের সময় সেনাবাহিনীর অপারেশনে ব্যবহার করা হতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com