সংবাদ শিরোনাম :
ওবায়দুল কাদের কিছু বলবেন না

ওবায়দুল কাদের কিছু বলবেন না

ওবায়দুল কাদের কিছু বলবেন না
ওবায়দুল কাদের কিছু বলবেন না

বার্তা ডেস্কঃ জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশের প্রাথমিক ধাপ অতিক্রমের স্বীকৃতি দিল, সেই সময়ে এ রিপোর্ট (জার্মান গবেষণা প্রতিবেদন) কেন, মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

২৫ মার্চ, রবিবার সকাল ১০টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিসির বিশেষ যাত্রীসেবা উষা সার্ভিস, উত্তরা সার্কুলার সার্ভিস ও অফিস যাত্রী সার্ভিসের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বাংলাদেশে এখন ‘গণতন্ত্রের নূন্যতম মানদণ্ড নেই’ জার্মান গবেষণা পতিষ্ঠানের এমন প্রতিবেদনের বিষয়ে ওবায়দুল কাদের  বলেন, ‘দলের সিনিয়র সদস্য তোফায়েল আহমেদ ও এইচ টি ইমাম সাহেব এ বিষয়ে কথা বলেছেন। আমি কিছু বলতে চাই না।’

ওবায়দুল কাদের বলেন, ‘এ বিষয়ে নতুন করে একই বক্তব্য রাখতে হবে, এটারতো কোনো মানেই নেই। তবে আমি এটা বুঝি যেই মুহূর্তে জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশের প্রাথমিক ধাপ অতিক্রমের স্বীকৃতি দিলো, সেই সময়ে এ রিপোর্ট কেন? এটা আমার প্রশ্ন।’

গণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থার ভিত্তিতে ১২৯টি দেশের একটি তালিকা প্রকাশ করেছে জার্মানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘বেথোসম্যান স্টিফটুং’। সেই তালিকায় ৭১টি দেশকে গণতান্ত্রিক ও ৫৮টিকে স্বৈরতান্ত্রিক বিবেচনা করা হয়েছে। এতে বাংলাদেশকে স্বৈরতান্ত্রিক দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

স্বৈরশাসক হিসেবে যেদিন এইচএম এরশাদ ক্ষমতা গ্রহণ করেছে সেই দিনটিতে জাতীয় পার্টি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করেছে, এই ব্যাপারে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘তারা তো নিবন্ধিত বৈধ রাজনৈতিক দল হিসেবে কাজ করে যাচ্ছে। এ দেশে এ সকল বিষয় নিয়ে ঘাঁটাঘাটি করে লাভ নেই। স্বৈরাচার শক্তি হিসেবে আমরা যাকে বলি, স্বৈরাচার পতনের কয়েক মাসের মধ্যে জাতীয় নির্বাচনে এরশাদ সাহেব পাঁচ সিটে (আসন) বিজয়ী হয়েছিলেন। তারাতো নির্বাচন করে আসছে, এখন সংসদে বিরোধী দল হিসেবে আছে। বৈধ রাজনৈতিক দল হিসেবে তাদের সভা-সমাবেশ নতুন কিছু নয়। এখন সোহরাওয়ার্দীতে করার পর কেন প্রশ্ন আসবে।’

আওয়ামী লীগ এরশাদবিরোধী আন্দোলন করেছিল, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এ সমাবেশ আপনাদের খারাপ লেগেছিল কি না এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘এ দেশের আরও খারাপ লাগার বিষয় আছে। সেগুলোতো হজম করে যাচ্ছি।’

ওবায়দুল কাদের বলেন, ‘গণহত্যা দিবস যারা পালন করবে না, তারা পাকিস্তানের পারপাস সার্ভ করছে। পাকিস্তান এ গণহত্যার দায় স্বীকার করে নাই, ক্ষমা চায় নাই, অনুতাপ প্রকাশ করেনি। সেই পাকিস্তানের বন্ধুরাই এ দিবস পালন করবে না, সেটাই স্বাভাবিক। এ দেশে যারা সাম্প্রদায়িক এবং জঙ্গিবাদের পৃষ্ঠপোষক তারা পাকিস্তানের বন্ধু। যারা এ গণহত্যা দিবস পালন করছে না, তারা পাকিস্তানের বন্ধু, দোসর।’

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘২৩টি নতুন রুটে ৬৫টি গাড়ি চালু করা হয়েছে। আজকেও তিনটি রুটে বিআরটিসির ১০টি গাড়ি যাবে। দীর্ঘদিন মেরামত না হওয়ায় বিআরটিসির অনেকগুলো গাড়ি পরিত্যক্ত অবস্থায় ছিল। সে রকম ১২০টি গাড়ি চালু হয়েছে।’

তিনি বলেন, ‘আপাতত ভারত থেকে ৫০০ ট্রাক, ২০০ ডাবল ডেকার এবং ১০০ নন এসি গাড়ির আনার বিষয়ে অচিরেই টেন্ডার হবে, আশা করছি আগামী অক্টোবরের মধ্যেই এ সকল বাস বিআরটিসির বহরে যুক্ত হবে। এ সকল গাড়ি আনা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল, আমরা বৈঠকের পর বৈঠক করেছি। কোয়ালিটির বিষয়ে আমাদের কিছু কিছু কোয়ারি ছিল, তাতে ভারতও একমত হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com