সংবাদ শিরোনাম :
এমন একটি উপহার দিতে যাচ্ছি, যা সারাজীবন বেঁচে থাকবে: তাহসান

এমন একটি উপহার দিতে যাচ্ছি, যা সারাজীবন বেঁচে থাকবে: তাহসান

এমন একটি উপহার দিতে যাচ্ছি, যা সারাজীবন বেঁচে থাকবে: তাহসান
এমন একটি উপহার দিতে যাচ্ছি, যা সারাজীবন বেঁচে থাকবে: তাহসান

বিনোদন ডেস্কঃ ‘আমরা শিল্পীরা তো অনেক কাজ করি। এর মধ্যে কিছু কাজ বেঁচে থাকে, কিছু কাজ মিলিয়ে যায়। এই কাজটার প্রতি এতটা প্রেম আছে ইউনিটের সবার, যে কারণে এই কাজটা বেঁচে থাকবে। আমার জীবনে যদি একটা সিনেমাই করি, সেটা এটাই হবার কথা ছিল। আমি প্রমিজ করছি, আমরা আপনাদের এমন একটি কাজ উপহার দিতে যাচ্ছি, যা সারাজীবন বেঁচে থাকবে।’

২৬ জুন, মঙ্গলবার রাতে রাজধানীর তেজগাঁওয়ে আরটিভির নিজস্ব স্টুডিওতে বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনা ও মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘যদি একদিন’ ছবির তারকা সম্মিলনীতে কথাগুলো বলছিলেন অভিনেতা তাহসান খান।

এ ছবির মধ্য দিয়েই চলচ্চিত্রে অভিষেক হয়েছে তাহসানের। ছবিটি নিয়ে তিনি ভীষণ আশাবাদী।

ছবিতে তাহসানের নায়িকা দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। তিনি বলেন, ‘ভীষণ ভালো লাগছে, বাংলাদেশের একক প্রযোজনায় আমার প্রথম ছবি ‘‘যদি একদিন’’। এই ছবিটা আমার খুবই কাছের একটা ছবি। আমার কাছে মনে হয়, গল্পই এই ছবির হিরো।’

প্রযোজক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘ভালো গল্পের ছবি হলে তা দেখার দর্শক আছে। আমাদের সবাইকে একসঙ্গে চলচ্চিত্রের উন্নয়নে কাজ করতে হবে। আমি আশাবাদী।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছবিটির নির্বাহী প্রযোজক ও আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব। শুভেচ্ছা বক্তব্য দেন কিংবদন্তি নায়ক ফারুক, জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজসহ আরও অনেকেই।

অনুষ্ঠানে ছবির বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দেন পরিচালক ও কাহিনিকার মোস্তফা কামাল রাজ। এতে তাহসান, শ্রাবন্তী ছাড়াও অভিনয় করেছেন তাসকিন রহমান, সাবেরী আলম, মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে।

ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী আফরিন শিখা রাইসা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com