সংবাদ শিরোনাম :
ইরানের বুদ্ধির কাছে ধরা খেল যুক্তরাষ্ট্র

ইরানের বুদ্ধির কাছে ধরা খেল যুক্তরাষ্ট্র

ইরানের বুদ্ধির কাছে ধরা খেল যুক্তরাষ্ট্র
ইরানের বুদ্ধির কাছে ধরা খেল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক- প্রায় দুই মাস যাবৎ নতুন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা চলছে। এরই মধ্যে ভূমধ্যসাগরে ভাসতে থাকা তেলবাহী ট্যাংকার নিয়ে ইরান কিছুটা চাপে পড়ে।

কিন্তু ওয়াশিংটনকে বোকা বানিয়ে তেহরান শেষ পর্যন্ত পরিস্থিতি নিজেদের দিকে নিয়ে গেছে। যুক্তরাষ্ট্র ওই ট্যাংকারকে আটক করবে বলে নানাভাবে হুমকি দিলেও ইরান নৌযানটিতে থাকা তেল বিক্রি করে দিয়েছে।

সোমবার (২৬ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে ইরান সরকারের মুখপাত্র আলী রাবিই। আলী রাবিই জানান, ইরান নৌযানটিতে থাকা ২১ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বেচে দিয়েছে। ওই তেলের দাম ছিল প্রায় ১৩০ মিলিয়ন ডলার।

এ তেল কারা কিনেছে তা গোপন রাখেন তিনি। ওয়াশিংটনের সঙ্গে খেলায় মাঝপথে তৃতীয়পক্ষকে দাঁড় করাল তেহরান। ফলে ওই ট্যাংকার নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা থাকলেও তাদের নতুন করে ভাবতে হচ্ছে।

প্রসঙ্গত, ইরানের তেলবাহী জাহাজটির নাম ছিল ‘গ্রেস ১ ’। গত ৪ জুলাই ব্রিটিশ রয়্যাল মেরিন জিব্রালটার প্রণালিতে জাহাজটি জব্দ করে। নিষেধাজ্ঞা অমান্য করে সিরিয়ায় তেল নিয়ে যাচ্ছে—এমন সন্দেহে জাহাজটিকে জব্দ করা হয়েছিল।

জাহাজটি জব্দ নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাজ্যের কূটনৈতিক বিরোধ দেখা দেয়। তারাও একটি ব্রিটিশ পতাকাবাহী জাহাজ জব্দ করে। ব্রিটিশ পতাকাবাহী জাহাজটি এখনো ইরানের হাতে জব্দ আছে।

তেল সিরিয়ায় যাবে না—এই মর্মে ইরানের কাছ থেকে নিশ্চয়তা পাওয়ার পর ১৫ আগস্ট জাহাজটি ছেড়ে দেয় জিব্রালটার কর্তৃপক্ষ। জাহাজটিকে ফের জব্দ করার জন্য অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের এই অনুরোধ নাকচ করে জিব্রালটার কর্তৃপক্ষ।

জিব্রালটার কর্তৃপক্ষ জানায়, জাহাজটি ফের জব্দ করার ব্যাপারে তারা ওয়াশিংটনের অনুরোধ রাখতে পারছে না। কারণ, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রযোজ্য নয়। পরে জাহাজটি জব্দ করতে যুক্তরাষ্ট্র পরোয়ানা জারি করে। একই সঙ্গে জাহাজটিকে গ্রহণ না করার ব্যাপারে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে।

জিব্রালটার থেকে ছাড়া পেয়ে জাহাজটি নাম বদলে ‘আদ্রিয়ান দারিয়া ১’ হয়। জাহাজটির প্রথমে গ্রিস যাওয়ার কথা ছিল। পরে গন্তব্য লেখা হয় তুরস্ক। একপর্যায়ে এই গন্তব্যের কথাও সরিয়ে নেয় জাহাজটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com