সংবাদ শিরোনাম :
ইতালিতে ঝড়ে ২০ জনের মৃত্যু, দেড় কোটি গাছ ধ্বংস

ইতালিতে ঝড়ে ২০ জনের মৃত্যু, দেড় কোটি গাছ ধ্বংস

ইতালিতে ঝড়ে ২০ জনের মৃত্যু, দেড় কোটি গাছ ধ্বংস
ইতালিতে ঝড়ে ২০ জনের মৃত্যু, দেড় কোটি গাছ ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে প্রচণ্ড ঝড় ও ভারি বৃষ্টিপাতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। ঝড়ে ভেঙ্গে অথবা উপড়ে পড়েছে প্রায় দেড় কোটি গাছ।

সপ্তাহব্যাপী চলমান এ দুর্যোগে অনেক পর্যটন এলাকাসহ দেশব্যাপি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় ভেনিসে সব রাস্তাঘাট তলিয়ে গেছে। গত এক দশকের মধ্যে ভেনিসে এ রকম বন্যা দেখা যায়নি।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর জেনেছেন তারা। এদের মধ্যে অনেকেই গাছ চাপায় কিংবা আঘাতে নিহত হয়েছেন।

মিরর পত্রিকা জানিয়েছে, ইতালির কৃষিভিত্তিক কোম্পানিগুলোর সংগঠন কলদিরেতি এক বিবৃতিতে জানিয়েছে, তীব্র ঝড়ে প্রায় এক কোটি ৪০ লাখ গাছ ধ্বংস হয়ে গেছে। দেশের প্রত্যন্ত উত্তরাঞ্চলে এ ধরনের ঘটনা বেশি ঘটেছে।

কলদিরেতির এক মুখপাত্র বলেন, ‘এসব ক্ষয়ক্ষতি কাঁটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে আমাদের প্রায় একশ বছর প্রয়োজন হবে।’

উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিসিলি পর্যন্ত এলাকায় ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরাঞ্চলীয় ত্রেনটিনো ও ভেনেতো এলাকায়।

ভূমিধসের কারণে এলাকা দুটির রাস্তা বন্ধ হয়ে গ্রামগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভেনিসের ১০০ কিলোমিটার উত্তরে বেলুনোর কাছে আল্পসে ঝড়ে কয়েক লাখ পাইন ও রেড স্প্রুস গাছ ভেঙে পড়েছে।

উত্তরাঞ্চলীয় ভেনেতো এলাকায় ক্ষয়ক্ষতির পরিমান একশ’ কোটি ইউরো বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ঘণ্টায় ১৯০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ে বিখ্যাত ভায়োলিন বনে তিন লাখ গাছ উপড়ে পড়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com