সংবাদ শিরোনাম :
আজ মাঠে নামবে যেসব দল

আজ মাঠে নামবে যেসব দল

বিশ্বকাপে আজ মাঠে নামবে যেসব দল ।

অনলাইন ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের জমজমাট আসরে আজ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি মাঠে নামছে আজ। সেজন্য বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ বলা যায়। প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ২-০ গোলে পরাজয় যেন বেশ সমালোচনায় ফেলেছে দলটিকে। বর্তমানের বিশ্বচ্যাম্পিয়নদের এই ভরাডুবি ফুটবলপ্রেমীদের বেশ হতাশও করেছে। এজন্য আজ সবার নজর মাঠের দিকে। গত ম্যাচের ক্ষত কি কাটিয়ে উঠতে পারবে জামার্নি? সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজকের মাঠের খেলায়।

বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মস্কোয় বেলজিয়ামের মুখোমুখি হবে তিউনিশিয়া। গ্রুপ ‘ জি’ থেকে মাঠে নামবে দল দু’টি। অন্যদিকে রাত ৯ টায় রোস্তভে গ্রুপ ‘এফ’ থেকে দ. কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে মেক্সিকো।

এছাড়াও বাংলাদেশ সময় রাত ১২টায় সোচিতে জার্মানির বিপক্ষে লড়াই করবে সুইডেন। গ্রুপ ‘এফ’ থেকে মাঠে নামবে তারা।

খেলাগুলো সরাসরি দেখানো হবে বিটিভি, মাছরাঙা, ও নাগরিক টিভিতে। বাংলাদেশের চ্যানেলগুলো ছাড়াও ভারতের সনি টেন ১ ও ২ এবং রাশিয়ার আইটিভি’তে দেখানো হবে।

প্রসঙ্গত, গত ১৪ জুন রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় রাশিয়া বিশ্বকাপ। এবারের টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নিচ্ছে। আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হবে ৩০ জুন। কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ হবে ৬ ও ৭ জুলাই। ১০ ও ১১ জুলাই দুটি সেমিফাইনাল এবং ১৪ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। গত বিশ্বকাপ আসরে শিরোপা ঘরে তুলেছিল জার্মানি। আর রানার্স আপ হয়েছিল অন্যতম দল আর্জেন্টিনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com