সংবাদ শিরোনাম :
আজ জিতলেও বাদ পড়তে পারে জার্মানি

আজ জিতলেও বাদ পড়তে পারে জার্মানি

আজ জিতলেও বাদ পড়তে পারে জার্মানি
আজ জিতলেও বাদ পড়তে পারে জার্মানি

খেলাধুলা ডেস্কঃ এমন জমজমাট বিশ্বকাপ কি আগে কখনো দেখা গেছে? গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রায় সব দল শেষ বিন্দু দিয়ে লড়ছে। শেষ বাঁশি বাজার আগে বলাই যাচ্ছে না কে যাচ্ছে দ্বিতীয় পর্বে, আর কে বিদায় নিচ্ছে বিশ্বকাপ থেকে। ‘ডি’ গ্রুপে কাল দুই ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত দ্বিতীয় পর্বের আশা নিয়ে খেলেছে তিন দল। ক্রোয়েশিয়া আগেই দ্বিতীয় পর্ব নিশ্চিত করেও খেলায় এক বিন্দু ছাড় দেয়নি।

আজও এমন কিছু উপহার দিতে পারে গ্রুপ ‘এফ’। কারণ, হিসাব মেলাতে না পারলে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি আজ বাদ পড়তে পারে!

প্রথমেই দেখে নেওয়া যাক গ্রুপ ‘এফ’র কী অবস্থা

গ্রুপ ‘এফ’ পয়েন্ট তালিকা
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
 মেক্সিকো ৩/১
 জার্মানি ২/২
 সুইডেন ২/২
 দ. কোরিয়া ১/৩

দ্বিতীয় রাউন্ডে ওঠার সমীকরণ
মেক্সিকো: সুইডেনের বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন।
সুইডেন: মেক্সিকোকে হারালে আর জার্মানি জিততে না পারলে তারাই যাবে শেষ ষোলোতে।
জার্মানি: সুইডেনের ঠিক উল্টো। দক্ষিণ কোরিয়াকে হারাতে হবে এবং মেক্সিকো যেন কোনোভাবে সুইডেনের কাছে না হারে, সে আশা করবে।
জার্মানি ও সুইডেন দুই দলই যদি ড্র করে, তাহলে যার গোল বেশি সে যাবে। আর সেখানেও যদি তফাত করা না যায়, তবে হেড টু হেডে এগিয়ে থাকার জন্য জার্মানি চলে যাবে দ্বিতীয় পর্বে।
দক্ষিণ কোরিয়া: অবশ্যই জার্মানিকে হারাতে হবে এবং আশা করবে সুইডেন মেক্সিকোর কাছে হেরে যাবে। সে সঙ্গে গোল ব্যবধানে সুইডেন ও মেক্সিকোর চেয়ে এগিয়ে থাকতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com