সংবাদ শিরোনাম :
অবশেষে বাসায় ফিরলেন সিয়াম-পরী

অবশেষে বাসায় ফিরলেন সিয়াম-পরী

lokaloy24.com

লোকালয় ডেস্ক: টানা ২০ দিন লঞ্চে কাটানোর পর অবশেষে ঢাকায় নিজেদের বাসায় ফিরলেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্র টিম। এ দলে আছেন পরিচালক আবু রায়হান জুয়েল, চিত্রনায়ক সিয়াম আহমেদ ও নায়িকা পরীমনিসহ ১২০ জন।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সব ধরনের শুটিং স্থগিত রাখা হয়। কিন্তু চলছিল ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শুটিং। গত ২৬ মার্চ শুটিং বন্ধ করে সুন্দরবন থেকে ঢাকায় রওনা দিলে খুলনার স্থানীয় প্রশাসন থামিয়ে তাদের বহনকারী লঞ্চটি। এরপর থেকে লঞ্চে ভাসমান অবস্থায় ছিলেন তারা।

পরিচালক আবু রায়হান জুয়েল বলেন, আমরা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ৩ এপ্রিল রাত ১১টায় লঞ্চ ছেড়ে আসি। কোথাও না থেমে আমরা সোজা চলে আসছি। রোববার বিকালে ঢাকায় এসেছি। টিমের সবাই এখন নিজেদের বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকবে।

২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটি। লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে এগিয়ে যাবে ছবির গল্প। এরইমধ্যে ছবিটির ৬০ ভাগ শুটিং সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com