সংবাদ শিরোনাম :
হ্যাকারদের কবলে ৮১ হাজার ফেসবুক ব্যবহারকারীর প্রাইভেট মেসেজ

হ্যাকারদের কবলে ৮১ হাজার ফেসবুক ব্যবহারকারীর প্রাইভেট মেসেজ

হ্যাকারদের কবলে ৮১ হাজার ফেসবুক ব্যবহারকারীর প্রাইভেট মেসেজ
হ্যাকারদের কবলে ৮১ হাজার ফেসবুক ব্যবহারকারীর প্রাইভেট মেসেজ

তথ্য প্রযুক্তি ডেস্কঃ বিতর্ক যেন পিছু ছাড়ে না! এবার সেই বিতর্ক উসকেই আবারও খবরে ফেসবুক৷ কয়েক লক্ষ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকারদের কবলে৷ কিছুদিন আগে এমনই খবর সামনে এসেছিল৷ আর, সেই খবরই ফিরছিল সাধারণের মুখে মুখে৷ এবার সেই আগুনেই ঘি পড়ল৷ সম্প্রতি, ফেসবুক নিয়ে উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য৷ সংবাদ মাধ্যমের তথ্য জানাচ্ছে, ৮১,০০০ মত ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে৷ শুধু তাই নয়, সেই সমস্ত অ্যাকাউন্টের প্রাইভেট ম্যাসেজের বিনিময়ে লভ্যাংশ কামাচ্ছে হ্যাকাররা৷

প্রাইভেট ম্যাসেজ সেল করা হচ্ছে দাবি করেছিলেন এক ইউজার (FBSaler)৷ যার দৌলতেই গত সেপ্টেম্বরে সামনে আসে বিষয়টি৷ এরপর, সাইবার সিকিওরিটি ফার্ম ডিজিটাল স্যাডোস ঘটনাটির তদন্তে নামে৷ উঠে আসে বেশ কিছু তথ্য৷ জানা যায়, প্রাইভেট ম্যাসেজ সহ প্রায় ৮১,০০০ বেশি অ্যাকাউন্ট বিক্রি করা হচ্ছে৷ বিষয়টি কনফর্ম করতে ময়দানে নামে বিবিসি রাশিয়ান সার্ভিস৷

পাঁচ ফেসবুক অ্যাকাউন্ট হোল্ডারদের সঙ্গে যোগাযোগ করা হয়৷ সেখান থেকেই সামনে আসে আসল সত্য৷ সেই অ্যাকাউন্ট হোল্ডাররা জানান, অ্যাকাউন্টগুলি তাদেরই৷ শুধুমাত্র টেক্সটই নয় ছবি সহ অন্যান্য কনটেন্টের সঙ্গে বিক্রিত হচ্ছিল সেই প্রোফাইলগুলি৷ হ্যাকের ঘটনায় বেশি প্রভাবিত হয়েছে ইউক্রেন এবং রাশিয়ার ইউজাররা৷ তবে, তালিকা থেকে বাদ যায়নি ইউকে, ইউএস, ব্রাজিল সহ অন্যান্য দেশগুলিও৷ অন্যদিকে ফেসবুক জানাচ্ছে, ম্যাসেজ বিক্রির খবরটি সত্যি নয়৷

দেশ জুড়ে অগুন্তি মানুষ ফেসবুক করেন৷ কেউ কেউ নেহাতই টাইম পাশের জন্য ব্যবহার করেন সাইটটিকে৷ তবে, সবকিছুর পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও আমাদের হাতে তুলে দেয় মাধ্যমটি৷ যেমন ধরুন স্থানীয় থেকে দেশ দেশান্তরে খবর খেলার ছলে জানতে পারেন ইউজাররা৷ অনেকেই ব্যস্ততার জন্য টিভি বা নিউজ পেপার পড়ার সময় পান না৷ তাদের জন্য দুনিয়ার খবরকে একেবারে হাতের মুঠোয় এনে দেয় স্মার্টফোনে থাকা এই অ্যাপটি৷

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com