একে কাওসার, (হবিগঞ্জ) অফিস থেকে : হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হবিগঞ্জ পৌরসভা মাঠে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ।
এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।
প্রায় ৪ বছর পর জেলা ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে শনিবার সকাল থেকে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা মিছিল সহকারে মাঠে জড়ো হতে থাকেন। দুপুর ২টায় সম্মেলন শুরম্ন হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি ডা. ইসতিয়াক রাজ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুকিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি।
বক্তৃতা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নওশেদ উদ্দিন সুজন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান সুমন, আনিসুল ইসলাম জুয়েল, জাহির আহমেদ খান, ইউসুফ উদ্দিন খান, সরকার জোবায়ের আহমেদ, সাজিদুর রহমান রাসেল, শাওন চৌধুরী, শাহ আবুল বাশার শুভ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরম্নল হাসান, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোতাচ্ছিরম্নল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, সাবেক সভাপতি মোস্ত্মফা কামাল আজাদ রাসেল প্রমুখ।
Leave a Reply