লোকালয় ডেস্কঃ হবিগঞ্জে এবার সোনালী ব্যাংক ম্যানেজারসহ নতুন করে ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭২ জনে। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে এক শিশু।
নতুন আক্রান্তদের মধ্যে- বানিয়াচং ১, বাহুবল ১, চুনারুঘাট ১, মাধবপুর ৩, লাখাই ১ জন, নবীগঞ্জ ৬ ও সদরের ৫ জন। এদের মধ্যে ১ জন চিকিৎসক ও ১ জন নার্সসহ স্বাস্থ্য বিভাগের ৪ জন। এছাড়া ৩ জন সরকারী কর্মকর্তা রয়েছেন।
গতকাল শুক্রবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল।
এছাড়া সরকারী ৩ কর্মকর্তারা মাধবপুর উজেলার, নবীগঞ্জে আক্রান্তরা নারায়নগঞ্জ ফেরত এবং ব্যাংক কর্মকর্তা বানিয়াচংয়ের বলে জানিয়েছে জেলা প্রশাসন।
এর আগে জেলা প্রশাসনের এডিএম, ৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ চিকিৎসকসহ ১৬ স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হন। আক্রান্তদের অধিকাংশই হবিগঞ্জ জেলা শহরের বলে জানা গেছে। এ পরিপ্রেক্ষিতে লকডাউন করা হয়েছে হবিগঞ্জ সদর হাসপাতাল।
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply