হবিগঞ্জ: আজ ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে ঘিরে হবিগঞ্জের প্রবেশপথগুলোতে তল্লাশী করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি মহাসড়কগুলোও রাখা হয় কড়া নজরদারিতে।
গতকাল বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেক পোষ্ট বসিয়ে তল্লাশী করা হয়।
এ সময় বাস, ট্রাক, সিএনজি অটোরিকশা, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটর সাইকেলসহ প্রায় ২ শতাধিক যানবাহন তল্লাশী করা হয়। তল্লাশীকালে বেশ কয়েকটি মোটর সাইকেল ও সিএনজি আটক করে মামলা দেয়া হয়।
পুলিশ সূত্র জানায়, আজ বৃহস্পতিবার খালেদা জিয়ার রায় বিপক্ষে গেলে বিএনপি সমর্থকরা জড়ো হয়ে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য শহরের বিভিন্ন পয়েন্টে যানবাহনে ব্যাপক তল্লাশীর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ। সন্দেহ হলেই যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি।
এ বিষয়ে সদর থানার ওসি ইয়াছিনুল হক বলেন, রায়কে কেন্দ্র করে আমরা সতর্ক রয়েছি। ইতোমধ্যে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই আমরা নেব।
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply