হবিগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
মোঃ সনজব আলীঃ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় মুন্না মিয়া (১৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সে শায়েস্তানগর এলাকার ফারুক মিয়ার পুত্র।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) বিকালে ঘরের দরজা বন্ধ করে পরিবারের অগোচরে ঘরের তীরের সাথে গলায় গলায় ফাঁস দিয়ে মুন্না আত্মহত্যা করে। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কি কারনে সে আত্মহত্যা করেছে কেউ বলতে পারেনি। মুন্নার গ্রামের বাড়ি মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামে। বর্তমানে তারা শহরের শায়েস্তানগর এলাকার বাসিন্দা। মুন্নার মা হবিগঞ্জ পৌরসভায় চাকুরি করেন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ।
হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, এর কারন উদঘাটনে পুলিশ কাজ করছে।
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply