ক্রাইম ডেস্কঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বাশঁতলা নামক স্থান থেকে ৬০পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হল- উপজেলার গোছাপাড়া গ্রামের মৃত আব্দুল আউয়ালের পুত্র আকরাম এমরান (৩০) ও একই গ্রামের আঃ খালেকের পুত্র আক্তার মিয়া (২৮)।
চুনারুঘাট থানার এসআই মোখলেস আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করেন।
পুলিশ জানায়, মাদক ব্যবাসীদের আটকের খবর পেয়ে এমরানের স্ত্রী নার্গিস আক্তার ও শাশুরী মফিলা বেগম দেশীয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে হামলা করতে আসলে এলাকাবাসী তাদেরও আটক করে। এক পযার্য়ে তারা কান্নাকাটি করলে গণ্যমান্য ব্যাক্তিদের সুপারিশে মহিলাদের ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে মাদক আইনে এসআই মোখলেস বাদী হয়ে মামলা দায়ের করেন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের ব্যাপারে কোন ছাড় নেই, সে যেই হোক ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply