লোকালয় ডেস্কঃ সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ কিছুতেই ঠেকানো যাচ্ছে না। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা।
শনিবার (১৩ জুন) এই বিভাগে নতুন করে আরও ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছেন সুনামগঞ্জ জেলায়। ঢাকা ও শাবির ল্যাব মিলিয়ে এ জেলায় শনিবার ৯২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। এছাড়া সিলেট জেলায় ৪৭ জন, হবিগঞ্জে ১৩ জন ও মৌলভীবাজারে ১৩ জন শনাক্ত হয়েছেন। সবমিলিয়ে এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২৩০৮ জনের।
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply