লোকালয় ডেস্কঃ বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপ-মন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে মৃত্যুদণ্ডের প্রতিবাদে সাতদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার (১০ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, এই ফরমায়েশি রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করে বিএনপি। এই অন্যায় রায়ের বিরুদ্ধে ১১ অক্টোবর সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি। ১৩ অক্টোবর ছাত্রদল, ১৪ অক্টোবর যুবদল ও ১৫ অক্টোবর স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করবে। ১৬ অক্টোবর রাজধানী, জেলা ও মহানগরসহ দেশব্যাপী বিএনপি কালো পতাকা মিছিল করবে। ১৭ অক্টোবর দেশব্যাপী মহিলা দল মানববন্ধন ও ১৮ অক্টোবর দেশব্যাপী মানববন্ধন করবে শ্রমিক দল।
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply