স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, খেলাধূলায় দেশকে আরও এগিয়ে নিতে বর্তমান সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। শিশু-কিশোরেরা যাতে খেলাধূলায় আরও মনোনিবেশ করে সরকার সেজন্য বছরজুড়েই নানা টুর্ণামেন্ট আয়োজন করে থাকে।
তিনি গতকাল হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, আওয়ামী লীগ সরকারের লক্ষ্য হচ্ছে ছেলে-মেয়েরা খেলাধূলার দিকে আরও নজর দিক। আমাদের শিক্ষক-অভিভাবক এবং আমাদের যারা জনপ্রতিনিধিরা আছেন সকলকেই আমাদের ছেলে-মেয়েরা যাতে খেলাধূলায় মনোনিবেশ করেন সেক্ষেত্রে যত্নবান হতে হবে।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান, বিআরটিএর সহকারি পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাওলা। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নবীগঞ্জের শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার্স আপ হয় লাখাই ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এছাড়া বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বানিয়াচং উপজেলার মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার্সআপ হয় লোকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে প্রধান অতিথি এমপি আবু জাহির ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দল এবং সেরা খেলায়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply