জুয়েল চৌধুরী : হবিগঞ্জ শহরে টমটমের ভাড়া নিয়ে চালকরা নৈরাজ্য শুরু করেছে। সমিতি কিংবা নির্ধারিত ভাড়ার তালিকা না থাকায় চালকরা ইচ্ছামাপিক ভাড়া আদায় করছে। এ নিয়ে প্রায়ই চালক ও যাত্রীদের মাঝে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে। অনেকে অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানালেও লজ্জায় পড়ে নারীরা চালকদের দাবিকৃত ভাড়া দিতে বাধ্য হন। করোনার আগ পর্যন্ত শায়েস্তানগর থেকে চৌধুরী বাজার পর্যন্ত ভাড়া ছিলো ৫ টাকা। এরপর করোনার কারণে পৌরসভা থেকে মাইকিং করে এবং ভাড়া নির্ধারণ করা হয় শায়েস্তানগর থেকে চৌধুরী বাজার ১০ টাকা, উঠানামা ৫ টাকা এমনকি শায়েস্তানগর বাজার থেকে মোদক পর্যন্ত ৫ টাকা আবার চৌধুরী বাজার থেকে থানার মোড় পর্যন্ত ৫ টাকা। কিন্তু বর্তমানে দেখা গেছে এর ভিন্ন চিত্র। টমটমে উঠলেই দিতে হয় ১০ টাকা। এ ছাড়া শায়েস্তানগর থেকে চৌধুরী বাজার পর্যন্ত অনেকেই ১৫ টাকা করে নেয়া হচ্ছে। এ যেনো চালকদের নৈরাজ্য শুরু হয়েছে। তবে যাত্রীরা বলছেন, বারবার কর্তৃপক্ষকে বলার পরও এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। যাত্রীরা বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিয়ে চলছেন। অচিরেই যদি এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হয় তবে অপ্রীতিকর ঘটনার আশংকা করা হচ্ছে।
Leave a Reply