ইসলাম ডেস্কঃশবে মেরাজে সুনির্দিষ্ট কোনো সালাত রাসুল (সা.)-এর হাদিসের মাধ্যমে অথবা সাহাবীদের আমলের মাধ্যমে অথবা তাবেয়িদের আমলের মাধ্যমে সাব্যস্ত হয়নি।
শবে মেরাজের রাতটি কত তারিখে? সেটা কি রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত নাকি অন্য কোনো রাত, এটাও কোনো ঐতিহাসিক দলিলের মাধ্যমে প্রমাণিত হয়নি। সুতরাং এটা নির্দিষ্ট করতে হলে তো আগে শবে মেরাজটাকে নির্দিষ্ট করতে হবে। তারপর এ রাতে কী নামাজ পড়বেন না কি পড়বেন না সে প্রশ্ন আসবে।
কোনোটাই মূলত এখানে সাব্যস্ত হয়নি। শাইখুল ইসলাম (রা.) তাঁর তাহকিকের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন বিষয়টি, যে মূলত সহিহ কোনো বর্ণনার মাধ্যমে এটি প্রমাণিত হয়নি যে নবী (সা.) এর মেরাজ ২৬ রজব দিবাগত রাতেই হয়েছে। এই ধরনের কোনো কিছু সাব্যস্ত হয়নি।
এ ছাড়া, এ রাতের কোনো ইবাদত রাসুল (সা.)-এর কোনো হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। ভিন্ন কোনো নামাজ, বিশেষ কোনো নামাজ আদায় করার কোনো প্রয়োজন নেই। অন্যান্য রাতের মতোই এ রাতে নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন। সেটা স্বাভাবিক নিয়ানুযায়ী আগে যেভাবে আদায় করতেন সেভাবেই আদায় করতে পারবেন। এতে কোনো অসুবিধা ইনশা আল্লাহ নেই।
Leave a Reply