স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুরে মহাসড়কে ডিউটি করার সময় হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানে হামলা করেছে কিছু সংখ্যক অটোরিক্সা চালক ও তাদের স্বজনরা।শনিবার( ৫ নভেম্বর) দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মীরনগর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট শাহাদাতের নেতৃত্বে একটি টিম পিকআপ ভ্যান নিয়ে মীরনগর এলাকায় ডিউটি করছিল। এ সময় তারা কয়েকটি অটোরিক্সা (সিএনজি) আটক করে। হাইওয়ে পুলিশ মীরনগর গ্রামের ফারুক মিয়ার একটি অটোরিক্সা আটক করলে ফারুক মিয়া উত্তেজিত হয়। এ সময় ফারুক মিয়ার স্বজনরা বাঁশের লাঠি নিয়ে পুলিশ কে ধাওয়া করে পিকআপ ভ্যানের উপর হামলা করে গাড়ির সামনের গ্লাস ভেঙ্গে ফেলে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মাইনুল ইসলাম ভুইয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মহাসড়কের নিয়মিত ডিউটি করার সময় একটি অটোরিক্সা আটক করা হলে অটোরিক্সার চালক ও তাদের স্বজনরা পিকআপের সামনের গ্লাস টি ভেঙ্গে ফেলে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply