স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুরে চেক ডিজঅনার ও প্রতারণা মামলায় ৬ সাজা পরোয়ানা ও ৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামী কাজী নোমান আহমেদ মিজান (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে মাধবপুর থানার এসআই রাজীব রায়ের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সাতপাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মিজান ওই গ্রামের সামসুল হক চান মিয়ার ছেলে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান, মাধবপুর থানায় ২টি ও সিলেটের শাহপরান থানায় ৪টি সাজা পরোয়ানাসহ তার বিরুদ্ধে ১১ টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। মঙ্গলবার দুপুরে তাকে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারকের নিদের্শে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply