স্টাফ রিপোর্টার : বানিয়াচংয়ে এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে নাহিদুল মিয়া (১৮) নামে এক যুবককে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ। কোর্ট ও এলাকাবাসী সূত্রে জানা যায়,মঙ্গলবার (২৫অক্টোবর) বিকালে যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে পঞ্চম শ্রেণীর জনৈক এক ছাত্রীকে উত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে বানিয়াচং উপজেলার ত্রিকর মহল্লার আঃ জাহের মিয়ার পুত্র নাহিদুলকে এলাকাবাসী আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নাহিদুলকে ৬ হাজার টাকা অর্থদন্ড করেন। এ ঘটনায় অপর এক যুবক শাসিয়ে ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইউটিজিং করার অপরাধে অভিযুক্ত নাহিদুলকে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী ৬ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। তিনি ইভটিজিং এর মত সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং ইভিটিজিং এর বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন।
Leave a Reply