সংবাদ শিরোনাম :
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ নবীগঞ্জে তাহসিন হত্যার প্রধান আসামী মান্না গ্রেফতার পৈলারকান্দির ফেরেঙ্গীটিলা গ্রামে ১৪৪ ধারা অমান্য করে জায়গা দখলের পায়তারা
দেশের উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান অনস্বীকার্য ॥ এমপি আবু জাহির

দেশের উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান অনস্বীকার্য ॥ এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, দেশের উন্নয়ন কাজে ডিপ্লোমা প্রকৌশলীদের অনন্য ভূমিকা রয়েছে, উন্নয়ন-অগ্রগতিতে তাঁদের অবদান অনস্বীকার্য। তিনি গতকাল গণপ্রকৌশল দিবস উপলক্ষে হবিগঞ্জে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) উদ্যোগে ‘টেকসই উন্নয়ন, নবায়ণযোগ্য জ্বালানী’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও আইডিইবির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এমপি আবু জাহির আরও বলেন, বর্তমানে বিশ্বজুড়ে যে সংকট চলছে দেশে এই সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। এ সময় তিনি দেশের উন্নয়ন-অগ্রগতিতে অতীতের ন্যায় ভবিষ্যতেও একযোগে কাজ করে যাওয়ার জন্য ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি আহবান জানান। গতকাল বেলা ১১টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এই সভার আয়োজন করা হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালি হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করে। আইডিইবি হবিগঞ্জের সভাপতি প্রদীপ কান্তি রায়ের সভাপতিত্বে ও প্রকৌশলী বিশ্বজিৎ পালের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম, আইডিইবির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী কামরুজ্জামান নয়ন, হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক প্রকৌশলী সালাহ উদ্দিন ও প্রকৌশলী আব্দুল কদ্দুছ শামীম।
আরও বক্তব্য রাখেন প্রকৌশলী স্বজল রায়, হবিগঞ্জ আর্কিটেকস এন্ড ইঞ্জিয়ার্স ফার্মস ওনার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী ওয়াহিদুজ্জামান বাবুল, জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড হবিগঞ্জের ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ খালেদ বণিক, আইডিইবি হবিগঞ্জের সাধারণ সম্পাদক প্রকৌশলী মনসুর রশিদ কাজল, প্রকৌশলী মোঃ মাহবুব উদ্দিন, প্রকৌশলী শফিকুল ইসলাম, প্রকৌশলী বাহা উদ্দিন তালুকদার, প্রকৌশলী স্বজল রায় চৌধুরী, প্রকৌশলী আজহারুল হক চৌধুরী অপু, প্রকৌশলী আব্দুস সালাম মজনু, প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিয়ার্স ফেডারেশন হবিগঞ্জের সভাপতি প্রকৌশলী মোঃ নূরুল আমীন, প্রকৌশলী বাহা উদ্দিন তালুকদার, প্রকৌশলী শহিদুল ইসলাম, প্রকৌশলী তৌফিকুল ইসলাম, প্রকৌশলী অরবিন্দু দাশ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com