স্টাফ রিপোর্টার : জেলার ৮৫ ক্রীড়াবিদ পেলেন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ফাউন্ডেশনের অনুদান। এরমধ্যে ৬জনকে প্রদান করা হয় ২৪ হাজার টাকা করে ১ লাখ ৪৪ হাজার টাকা এবং ৭৯ জনকে প্রদান করা হয় ৫ হাজার টাকা করে ৩ লাখ ৯৫ হাজার টাকা।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই টাকা বিতরণ করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল আলম, সহ-সভাপতি এডভোকেট শাহ ফখরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শোয়েব শাত-ঈল ইভান, জেলা ক্রীড়া কর্মকর্তা মাজহারুল মজিদ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পারভেজ ও কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী শাহেদ।
Leave a Reply