সংবাদ শিরোনাম :
চেয়ারম্যান বহিষ্কারকে করে ২০ দলীয় জোটে যোগ দিল এনডিপি

চেয়ারম্যান বহিষ্কারকে করে ২০ দলীয় জোটে যোগ দিল এনডিপি

চেয়ারম্যান বহিষ্কারকে করে ২০ দলীয় জোটে যোগ দিল এনডিপি
চেয়ারম্যান বহিষ্কারকে করে ২০ দলীয় জোটে যোগ দিল এনডিপি

লোকালয় ডেস্কঃ ন্যাশনাল ডে‌মোক্রে‌টিক পা‌র্টির (এন‌ডি‌পি) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ২০ দলীয় জোট থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছিলেন ১৬ অক্টোবর, মঙ্গলবার বিকেলে। কিন্তু রাতেই দলের বহিষ্কৃত নেতা আবদুল মোকাদ্দিম তাকে দল থেকে বহিষ্কার করে জোটে থাকার কথা জানিয়েছে।

১৭ অক্টোবর, বুধবার সংবাদমাধ্যমে এনডিপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জোটে থাকার কথাটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, খন্দকার গোলাম মোর্ত্তজাকে এনডিপির চেয়ারম্যান ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়ে‌ছে। দল‌টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুল মুকাদ্দিমকে নতুন চেয়ারম্যান মনোনীত করা হ‌য়ে‌ছে। একই সঙ্গে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. ওসমান গণি পাটোওয়ারীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়ে‌ছে।

বিজ্ঞ‌প্তিতে উল্লেখ করা হয়, ১৬ অক্টোবর, মঙ্গলবার রাতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির এক বৈঠকে গঠনতন্ত্রের ৫৭ (ক), (খ), (গ) ও (ঘ) ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় শৃঙ্খলাভঙ্গ, দল ও ২০ দলীয় জোটবিরোধী কার্যকলাপ এবং সবশেষ জোট ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করার কারণে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. ওসমান গণি পাটোওয়ারী বিজ্ঞপ্তিতে ব‌লেন, ‘ইতোপূর্বে জোট ও সংগঠনবিরোধী কার্যক্রমের জন্য ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসাকে দল থেকে বহিষ্কার করা হ‌য়।’

‘তাই ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ও তার অঙ্গ সংগঠনসমূহকে এবং ২০ দলীয় জোটসহ সংশ্লিষ্ট সকলকে এখন থেকে দ‌লের চেয়ারম্যান হিসাবে মো. আব্দুল মুকাদ্দিমের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন প্রচার সম্পাদক মো. জিয়াউল হক।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com