স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় করাঙী নদীর উপর নির্মিত হচ্ছে বহুল প্রত্যাশিত যোগাযোগ সেতু। বুধবার (২রা নবেম্বর) সকালে উক্ত সেতুর নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের করাঙী নদীর উপর নির্মিত হচ্ছে বহুল প্রত্যাশিত যোগাযোগের একমাত্র সেতুটি। বহুল প্রতীক্ষিত ও আলোর আশান্বিত একমাত্র সেতুটি নির্মিত হচ্ছে শ্রীবাড়ি থেকে চাঁনভাঙ্গা রাস্তার করাঙ্গী নদীর উপর। বুধবার (২নভেম্বর) সকালে স্থানীয় ৮নং সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দালুর রহমান আবদাল সহ স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দবৃন্দ।ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা প্রকৌশলীর উপস্থিতিতে সেতুর লে-আউট প্রদান করা হয়। সেতুটি নির্মিত হলে শিক্ষা সহ অর্থনৈতিক সামাজিক যোগাযোগে যেমন আমুল পরিবর্তন আসবে। শান্তি পাবে আশেপাশের কয়েকটি গ্রামের বাসিন্দা ব্রাক্ষনবাড়িয়ার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে তিন কোটি তেরো লক্ষ টাকা ব্যয়ে প্রায় ৪৩ ফুট লম্বা এ ব্রিজটি নির্মাণ করা হবে বলে জানা যায়। এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান,সেতুটির কার্যক্রম শুরু হয়েছে। খুব দ্রুত কাজও শুরু করা হবে। সকলের সহযোগিতায় কামনা করি। যেন আমার দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে পারি। উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আব্দুল্লাল বাকের বিষয়টি নিশ্চিত করেন এবং আগামী ২০২৩ সালের জুন মাসের মধ্যে সেতুটি নির্মাণ সম্পন্ন করা হবে বলে জানান।
Leave a Reply