গাজীপুরে পৃথক ঘটনায় কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে পুবাইল থানার পুবাইল রেলস্টেশন কলোনি থেকে লাশ উদ্ধার করা হয়। সে হবিগঞ্জ সদর থানার সোনারো গ্রামের জাকির হোসেনের মেয়ে ইয়াসমিন আক্তার নুপুর (১৫)। পুবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, ‘পুবাইল রেলস্টেশন কলোনিতে বসবাস করতো ইয়াসমিনের পরিবার। মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল ইয়াসমিন। বিকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন হাসপাতালে নেওয়ার পথে বিকাল ৩টার দিকে মারা যায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
Leave a Reply