সিলেট কেন্দ্রীয় কারাগারে থেকে এইচএসসি সমমানের (আলিম পরীক্ষা) পরীক্ষা দিচ্ছেন হত্যা মামলার আসামি জুনায়েদ আহমদ (১৯)। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে তিনি আলিম পরীক্ষায় অংশ নিয়েছেন। রোববার (৬ নভেম্বর) সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুনায়েদ আহমদ হবিগঞ্জের শানু মিয়ার ছেলে। একটি বিচারাধীন হত্যা মামলায় তিনি কারাগারে আছেন। পরীক্ষা দেওয়ার সুবিধার্থে চারদিন আগে হবিগঞ্জ কারাগার থেকে জুনায়েদ আহমদকে সিলেট কারাগারে আনা হয়।কারাগারে মাদরাসা শিক্ষাবোর্ডের নিয়োগ করা একজন শিক্ষকের তত্ত্বাবধানে জুনায়েদ পরীক্ষা দিচ্ছেন।
Leave a Reply