স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল থেকে গাঁজার গাছসহ নিজাম মিয়া (২৮) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার বাড়ি থেকে বেশ কিছু গাঁজা গাছ জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিবির পরিদর্শক রাশেদুল হকের নেতৃত্বে একদল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সে ওই গ্রামের আজদু মিয়ার পুত্র। জানা যায়, দীর্ঘদিন ধরে উচাইল গ্রামের লিলু মিয়ার পুত্র সাইফুল ইসলাম ওরফে সেফুল মিয়াকে নিয়ে নিজাম তার বাড়িতে গাঁজা চাষ করে আসছে। পরে গাঁজা উৎপাদন করে বিভিন্ন স্থানে পাচার করে। অভিযানের খবর টের পেয়ে সাইফুল ইসলাম পালিয়ে যায়। এ সময় তার বাড়ি থেকে ১৫টি গাঁজার চারা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।
Leave a Reply