শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিলেটের কদমতলী এলাকার বাসিন্দা প্রাইভেটকার চালক মামুন ও আরোহী মাসুদ আলীম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে অলিপুর এলাকায় সিলেটমুখী একটি ট্রাকের সাথে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার চালক মামুন ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন আরও এক আরোহী। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। দুইজনের মৃতদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই কমল সরকার জানান, নিহত মামুনের বাড়িতে খবর দেয়া হয়েছে। আর অন্যজনের পকেটে একটি টোব্যাকো কোম্পানির পরিচয়পত্র পাওয়া গেছে। তাতে শুধু তার নাম মাসুদ আলীম লেখা রয়েছে।
Leave a Reply