সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দেশে কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন ৪৮০৩১ জন

দেশে কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন ৪৮০৩১ জন

lokaloy24.com

লোকালয় ডেস্ক: করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) মোকাবিলায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে হোম কোয়ারেন্টিনসহ হাসপাতাল ও অন্যান্য কোয়ারেন্টিনে আছেন ৫৫২ জন। অদ্যাবধি মোট কোয়ারেন্টিনে ছিলেন ৬৪ হাজার ৪৮৪ জন। এর মধ্যে কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন ৪৮ হাজার ৩১ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ১৬ হাজার ৪৫৩ জন।

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, গত ২৪ ঘণ্টায় ৫১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ১২৬টির পরীক্ষা করেছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এছাড়া বাকি অন্যান্য প্রতিষ্ঠান ৩৯৭টি নমুনা সংগ্রহ করেছে। এ নমুনাগুলোর অনেকগুলো পরীক্ষা করা হয়েছে। এতে পাঁচ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। আক্রান্ত পাঁচজনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রের দু’টি, রাজশাহী মেডিক্যাল কলেজ কেন্দ্রে একটি নমুনায় করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। এছাড়া আইইডিসিআরের দু’টি নমুনায় করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আইইডিসিআর ছাড়া যেহেতু নতুন ল্যাবে তিন জন শনাক্ত হয়েছে সেহেতু আমরা নমুনাগুলো আবারও যাচাই করবো।

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ১১৩ জনের। এদের মধ্যে মোট ৬১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। মৃত্যুবরণ করেছেন ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন। আর চিকিৎসাধীন আছেন ২৯ জন। এদের ২২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি সাতজন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com