রাজশাহীতে ব্যাপক শিলাবৃষ্টি ঝড় বয়ে গেছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে শিলাবৃষ্টি ও ঝড় শুরু হয়। প্রায় ৭ মিনিট ধরে শিলাবৃষ্টি হয় নগরীতে। তবে শিলার আকার ছোট হওয়ায় ক্ষতির পরিমাণ খুব বেশি হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে জেলার দুর্গাপুর, পবা, পুঠিয়া, মোহনপুর, তানোর, গোদাগাড়ী, বাগমারা, বাঘা ও চারঘাট উপজেলার ওপর দিয়ে প্রচণ্ড ঝড় বয়ে গেছে। এতে আম, পেঁপে ও ভুট্টাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, দুপুর আড়াইটার দিকে কালোমেঘে ঢেকে যায় রাজশাহীর আকাশ। এরপর ২টা ৪০ মিনিটের দিকে শুরু হয় বৃষ্টিপাত। কিছুক্ষণের মধ্যে শুরু হয় শিলাবৃষ্টি। শিলার আকার ছোট হলেও ব্যাপক পরিমান শিলা ঝরতে থাকে আকাশ থেকে। সঙ্গে ঝড়ো হাওয়া। প্রায় ৭ মিনিট ধরে চলে শিলাবৃষ্টি।
নগরীসহ গোটা রাজশাহীতেই শিলাবৃষ্টি হয়েছে। তবে দুদিন ধরে প্রচণ্ড গরমের পর বৃষ্টির কারণে জনজীবনে স্বস্তি নেমে আসে। তবে বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা রাজশাহী। সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মহানগরীতে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
Leave a Reply