মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ৪ মে বুধবারে ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠান ও ম্যাটস্ এন্ড নার্সিং ইনস্টিটিউট” এর শুভ উদ্বোধন ঘোষানা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সিনিয়র বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার । এ উপলক্ষে পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি সাবেক এমপি হাফিজ উদ্দিন আহম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সচিব ডাঃ জুলফিকার রহমান, ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক মাহবুবুর রহমান, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,পীরগঞ্জ উপজেলার কৃতিসন্তান রংপুরের স্পেশাল জজ মোঃ রেজাউল করিম, বিচারপতি মহোদয়ের সহধর্মিনী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট শাহনাজ বাবলী, পীরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ ইকরামুল হক, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আন্জুমান আরা বেগম বন্যা, “গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ”এর সমাজবিজ্ঞান অনুষদে চেয়ারম্যান ড. মোঃ আবুল হোসেন,ঠাকুরগাঁও জেলা সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ হাবিব-ই-রসুল, ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কার্যালয়ের এডি সৈয়দা পারভীন, ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জমিরুল ইসলাম প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম,পীরগঞ্জ সরকারী কলেজের সহযোগী অধ্যাপক আলহাজ্ব মোঃ ইকরামুল হক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেল্থ সায়েন্সেসের সহযোগী অধ্যাপক শামীম আকতার, রানীশংকৈল কলেজের সাবেক অধ্যক্ষ ও রাঙ্গাটঙ্গী ক্রিড়া একাডেমীর প্রতিষ্ঠাতা মোঃ তাজুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার এস এম রফিকুল ইসলাম, পীরগঞ্জ থানার ওসি(তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, ঠাকুরগাঁও জেলা ও উপজেলার সরকারি কর্মকর্তা সহ স্হানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের এ জিএম মোঃ নুরুজ্জামান, সাংবাদিকবৃন্দ ও পীরগঞ্জ ডায়াবেটিক সমিতি নেতৃবর্গ, সহ বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও সাঃ সম্পাদক উপাধ্যক্ষ মোঃ ফয়জুল ইসলাম, সহযোগিতায় ছিলেন অর্থসম্পাদক মোঃ সলেমান আলী।
Leave a Reply