সংবাদ শিরোনাম :
চীনের বিরুদ্ধে মামলা করোনাভাইরাস ছড়ানোর দায়ে

চীনের বিরুদ্ধে মামলা করোনাভাইরাস ছড়ানোর দায়ে

lokaloy24.com

অনলাইন ডেস্ক: চীনের ল্যাবে জীবাণু অস্ত্র নিয়ে গবেষণার সময় করোনাভাইরাস ছড়িয়েছে বলে যুক্তরাষ্ট্রের টেক্সাস আদালতে মামলা করেছেন আইনজীবী ল্যারি ক্লেইমা। বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

চীন বিশ্বের কাছে করোনাভাইরাস বা কোভিড-১৯ নিয়ে তথ্য গোপন  করেছে। এমন অভিযোগ এনে দেশটির বিরুদ্ধে ২০ ট্রিলিয়ন মার্কিন ডলার বা ১৭০০ লাখ কোটি টাকার মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগে ক্লেইমান বলেছেন, চীন জৈব রাসায়নিক মারণাস্ত্র বানানোর জন্য উহানের ল্যাবে দীর্ঘদিন ধরেই এ করোনাভাইরাসের ওপর গবেষণা চালাচ্ছিল। সেখান থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। এজন্য চীন ইচ্ছাকৃতভাবেই বিশ্বের কাছে বহু গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে যাচ্ছে।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম ছড়িয়ে পড়ে। যা বর্তমানে প্রায় সব দেশে ঘাতক ব্যাধীতে রূপ নিয়েছে। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এরইমধ্যে ৫ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৪ হাজার।

তবে ক্লেইমানের আগেও চীনের দিকে আঙ্গুল তুলেছিলেন ইসরাইলের এক সাবেক গোয়েন্দা। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই অভিযোগ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com