২০ ফেব্রুয়ারি নতুন এই ফোনটি উন্মোচন করবে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠাটি। এর আগেই প্রতিষ্ঠানের মার্কিন সাইটে চালু করা হয়েছে ডিভাইসটির প্রি-অর্ডার।
মার্কিন যুক্তরাষ্ট্রে পুরানো ডিভাইস দিয়ে গ্যালাক্সি এ১০ কেনার ক্ষেত্রে ৫৫০ ডলার পর্যন্ত ছাড়ও দেবে স্যামসাং।
কোরীয় বাজারেও স্মার্টফোনটি পৌঁছাবে ৮ মার্চ। কিন্তু প্রি-অর্ডার করলে চারদিন আগেই ডিভাইসটি হাতে পাবেন গ্রাহক।
বলা হচ্ছে, তিনটি সংস্করণে বাজারে আসবে গ্যালাক্সি এস১০। এর মধ্যে থাকছে গ্যালাক্সি এস১০, এস১০ প্লাস এবং বাজেট সংস্করণ এস১০ লাইট।
২০ ফেব্রুয়ারির ‘আনপ্যাকড’ ইভেন্টে গ্যালাক্সি এস১০-এর সঙ্গে তারবিহীন ইয়ারফোন গ্যালাক্সি বাডস উন্মোচন করতে পারে স্যামসাং। বলা হচ্ছে নতুন গ্যালাক্সি এস১০-এর পেছনে রাখলেই চার্জ হবে গ্যালাক্সি বাডস।
এবারের অনুষ্ঠানে প্রথম ফোল্ডএবল স্মার্টফোনও উন্মচন করতে পারে স্যামসাং।
Leave a Reply