খেলাধুলা ডেস্কঃ দুই দফা দিন-তারিখ পেছানোর পর নতুন ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের গেল আসরের পর্দা উঠেছিল ৪ নভেম্বর। টুর্নামেন্ট শেষ হওয়ার পর ঘোষণা দেয়া হয়েছিল, ষষ্ট আসরের খেলা এগিয়ে আনা হবে।
মানে মাসের হিসেবে এগিয়ে আসবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এই আসরটি। অবশেষে হয়তো সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হতে যাচ্ছে।
শোনা যাচ্ছে, এ বছরের ৫ অক্টোবর থেকে বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং কাউন্সিল। যা শেষ হবে ১৬ নভেম্বর। তবে বিশেষ কোনো পরিবর্তন আনা হচ্ছে না এই আসরে। অংশগ্রহনকারী দলের সংখ্যা গতবারের মতোই ৭টি।
পঞ্চম বিপিএলের ধারাবাহিকতায় এবারও ভেন্যুর সংখ্যা থাকছে ৩টি। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালক বুধবার (২৮ মার্চ) এ তথ্য দিয়েছেন।
কেন এগিয়ে আনা হলো? এমন প্রশ্নের জবাবে ওই পরিচালক জানালেন, ‘নভেম্বরের শেষ সপ্তাহ থেকে দেশের মাটিতে সিরিজ আছে। তাই আমরা এগিয়ে আনছি।’
তবে বিষয়গুলো এখনও আলোচনার পর্যযায়েই আছে। খুব শিগগিরই বিপিএল গভর্নিং কাউন্সিলের সভায় সবকিছু চূড়ান্ত করা হবে।
Leave a Reply