সংবাদ শিরোনাম :
৫০ হাজার কৃষককে বীজ ও প্রশিক্ষণ দেবে বায়ার

৫০ হাজার কৃষককে বীজ ও প্রশিক্ষণ দেবে বায়ার

http://lokaloy24.com

আগামী এক বছরে দেশের ৫০ হাজার কৃষককে বিনামূল্যে ভুট্টার বীজ ও চাষাদাব প্রশিক্ষণ দেবে বায়ার ফর বাংলাদেশ। গতকাল থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নয়গা জেলার কৃষকদের বীজ বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে, কৃষক সম্প্রদায়ের জন্য বিভিন্ন বৈশ্বিক এবং স্থানীয় উদ্যোগ কার্যকর করার লক্ষ্যে, “বায়ার ফর বাংলাদেশ” নামে একটি পরিসেবা গঠন করা হয়েছে। এই সেবার অধীনে, বায়ার ইতিমধ্যেই ২০২০ সালে ৫৯টি জেলা এবং ২৪২ টি উপজেলায় ১ লক্ষ ক্ষুদ্র কৃষকদেরকে হাইব্রিড ধানের বীজ সমন্বিত প্যাকেজ (বিনামূল্যে), ফসল-রোগ-কীটপতঙ্গ ব্যবস্থাপনা, ফসল কাটার পরামর্শ এবং তাদের পণ্যের বাজারজাত সহ আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ প্রদানে সহায়তা করেছে।

আগামী এক বছরে ‘বায়ার ফর বাংলাদেশ’- এই উদ্যোগের অধীনে আরো ৫০ হাজার ক্ষুদ্র কৃষককে সহায়তা করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বেটার ফার্ম বেটার লাইফ কেয়ার প্যাকেজ (বিনামূল্যে) এর অধীনে হাইব্রিড ভুট্টা বীজ, শস্যের নিরাপত্তার পরামর্শ এবং সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ প্রদান করবে। এটি দেশের ২২ টি জেলা জুড়ে ৯০ টি ভুট্টা উৎপাদনকারী উপজেলাকে অন্তর্ভুক্ত করবে।

নওগাঁ জেলার রাণীনগর উপজেলা এবং দিনাজপুর জেলার সদর উপজেলায় কনফারেন্সের মাধ্যমে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বায়ারের হাইব্রিড ভুট্টার বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সচিব মো. মেসবাহুল ইসলাম সহ বিভিন্ন অঞ্চল থেকে যুক্ত ছিলেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ কৃষি বিশেষজ্ঞ প্যানেল।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, চলমান ক।ভিড-১৯ মহামারির কারণে অতিরিক্ত চ্যালেঞ্জের মুখে পড়া ক্ষুদ্র কৃষকদের সহায়তা করার জন্য, বায়ার- ‘বেটার ফার্মস, বেটার লাইভস’ নামে একটি নতুন বৈশ্বিক উদ্যোগ চালু করেছে। এই উদ্যোগের আওতায়, বায়ার বিনামূল্যে বেটার লাইফ ফার্মিং কেয়ার প্যাকেজ সরবরাহের মাধ্যমে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার ২ মিলিয়ন (২০ লক্ষ) ক্ষুদ্র কৃষকদের সহায়তা করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com