সংবাদ শিরোনাম :
৪৭ বছর পর হবিগঞ্জ ও মৌলভীবাজারের মিলনস্থল এরাবরাক নদীতে নির্মাণ হচ্ছে সেতু

৪৭ বছর পর হবিগঞ্জ ও মৌলভীবাজারের মিলনস্থল এরাবরাক নদীতে নির্মাণ হচ্ছে সেতু

৪৭বছর পর হবিগঞ্জ ও মৌলভীবাজারের মিলনস্থল এরাবরাক নদীতে নির্মাণ হচ্ছে সেতু৪৭বছর পর হবিগঞ্জ ও মৌলভীবাজারের মিলনস্থল এরাবরাক নদীতে নির্মাণ হচ্ছে সেতু
৪৭বছর পর হবিগঞ্জ ও মৌলভীবাজারের মিলনস্থল এরাবরাক নদীতে নির্মাণ হচ্ছে সেতু

বুলবুল আহমদ, নবীগঞ্জ থেকেঃ একটি সেতুর জন্য বিভিন্ন মন্ত্রনালয়ে ধর্না দিয়েছে  ৩৫ টি গ্রামের প্রায় ৫০ হজার মানুষ ৷ কিন্তু বছরের পর বছর যায় বিভিন্ন সরকারেরও রদবদল হয়। কিন্তু হাজার হাজার মানুষের ভাগ্য বদলায়নি ৷
স্বাধীনতার প্রায় ৪৭ বছর পর হাজার হাজার মানুষের ভাগ্যের পালে সুবাতাস লেগেছে। অবশেষে চলতি বছরের ২০১৮ সালের ২৬শে জুন জাতীয় সংসদে পাশ হল ৮ কোটি ৫০ লক্ষ টাকার একটি প্রকল্প৷
মিনাজপুর ও কেশবচর গ্রামের মধ্যবর্তী ৮৫ মিটার দীর্ঘ এ সেতু নির্মানের সম্ভাব্য শেষ সময় ধরা হয়েছে ২০২০ সালের ডিসেম্বর মাস ৷ সেতু নির্মানে সবকিছু ঠিকটাক, তাই আগামী ডিসেম্বর মাসে শুরু হবে স্বপ্নের এ সেতুর নির্মান কাজ।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলা ও হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী খলিলপুর ইউনিয়ন ও আউশকান্দি ইউনিয়নের সীমান্ত দিয়ে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা এরাবরাক (মরা গাং) নদীটি এখন ঐ দুই ইউনিয়নের প্রায় ৩৫টি গ্রামের মানুষের কাছে গলার কাটা ৷
নদীর এপারে হবিগঞ্জের আউশকান্দি ইউনিয়ন হপারে মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়ন৷ উভয় জেলার মিলনস্থল এই নদীটি উভয় জেলার জেলা প্রশাসন এর খতিয়ানে রয়েছে৷ নদীটি যৌবনা না হওয়ায় নদীতে এখন নৌকা চলাচলল করে না। কারণ দু’পারের ভূমি ও নদী দখলদাররা বড় বড় গর্ত করে পুকুর তৈরী করে দীঘদিন ধরে যার যার সামন দখল করে মাছ চাষ করে আছে। যা সরেজমিনে দেখা যাচ্ছে।
ফলে বাঁশের সাঁকো ই হচ্ছে এ এলাকার হাজারো স্কুল, কলেজ, মাদ্রাসা ও কিন্ডার গার্ডেনের শিক্ষার্থী সহ সকল শ্রেনী পেশার মানুষের পারাপারের একমাত্র ভরসা ৷
প্রতি বছরই এলাকার লোকেরা চাঁদা তুলে ৩০০ মিটার দীর্ঘ সাঁকো তৈরী করতে প্রায় লক্ষাধিক টাকা ব্যয় হয় ৷ ঐ নদীতে সেতু হলে, মৌলভীবাজার- হবিগঞ্জ- বাইপাস রোড হিসাবে ব্যবহার হয়ে এলাকার সার্বিক যোগাযোগ ও উন্নয়ন হবে৷ এ নদীতে সেতু না থাকায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মৌলভীবাজার অংশের প্রায় ৩৫ হাজার গ্রামবাসী৷
ইতিপূর্বে স্বাধীনতার পর থেকে বারবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও কোন ফল পাওয়া যায়নি৷
বিভিন্ন সময় জাতীয়, স্থানীয় পত্রিকা সহ বিভিন্ন অনলাইন ও যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এলাকাবাসীর দুর্দশা ও প্রত্যাশা নিয়ে অনেকেই অনেক প্রতিবেদন প্রকাশ করেন। কিন্তু, সশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন সাড়া মেলেনি ৷ নদীর ওপার মৌলভীবাজার অংশের কেশবচর , সাটিয়া, দেওয়ান নগর, হালিমপুর, গোরারাই, কাটারাই, কঞ্চনপুর, চানপুর, লামুয়া, খলিলপুর, সাধুহাটি ও হবিগঞ্জ অংশে ফরিদপুর, নোয়াহাটি, সিট ফরিদপুর, ধর্মনগর, আলমপুর, নাজিমপুর, ফরাশতপুর, বকশিপুর, মকিমপুর, সিছনপুর গ্রাম সহ উভয় জেলার ৩৫টি গ্রামের মানুষের দুর্ভোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
যার কারনে অর্থনৈতিক, শিক্ষা ,ব্যবসা-বানিজ্য, যোগাযোগ সহ সকল দিক থেকে পিছিয়ে আছে উভয় জেলার প্রায় ৫০ হাজার মানুষ৷
সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম.সাইফুর রহমান ও সাবেক সমাজকল্যান মন্ত্রী মরহুম সৈয়দ মহসিন আলী থাকাকালিন সময়ে তাদের কাছে কয়েকবার লিখিত আবেদন- নিবেদন  করলেও পরিবর্তনের কোন সুযোগ হয়নি স্থানীয় জনগনের ৷
সর্বশেষ ২০১৬ সালের ১৫ ই আগস্ট মৌলভীবাজার -৩ আসনের এমপি সৈয়দা সায়রা মহসিন ও হবিগঞ্জ- ১ আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবুকে অতিথি করে বিশাল একটি সভা করে জনগনের সমস্যা তাদের কাছে তুলে ধরেন ঐ সব এলাকার লোকজন ৷ তাদের কথা শুনে অতিথিরা এলাকাবাসীকে আশস্ত করেন, ঐ সেতুটি নির্মাণের ব্যাপারে ৷
নদীর দক্ষিণ পাড়ে সামান্য দুরে হবিগঞ্জ অংশে রয়েছে হাজী আব্দুর রউফ স্কুল এন্ড কলেজ ,দি সান সাইন জুনিয়র স্কুল, উদয়ন বিদ্যাপিঠ, আউশকান্দি র প উচ্চ বিদ্যালয় ও কলেজ, আউশকান্দি উপ-স্বাস্থ্য কেন্দ্র, লানিং পয়েন্ট ক্যাডেট একাডেমি, অরবিট হাসপাতাল, কেয়ার মেডিসিন কর্ণার, আউশকান্দি হাফিজিয়া দাখিল মাদ্রাসা,এতিমখানা,অরবিট হাসপাতাল ,ব্যাংক, বীমাসহ অসংখ্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান৷
খলিলপুর ইউনিয়ন হতে মৌলভীবাজার সদরের দুরুত্ব প্রায় ৩৫ কি.মি ৷ ফলে শিক্ষা ও চিকিৎসা সেবার জন্য এলাকার মানুষ কে এ দূরুত্ব অতিক্রম করতে হয়৷ অনেক সময় মূমুর্ষ রোগী হাসপাতালে নিতে গিয়ে রাস্তার মধ্যে প্রান হারাতে হয়। অনেক ছেলে মেয়ের পড়ালেখা বন্ধ হয়ে যায়৷
বিশেষ করে মেয়েরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে অথচ সেতুটি হলে মাত্র ৫ কি.মি দুরে গিয়ে সহজেই শিক্ষা ও চিকিৎসা সেবা গ্রহন করা সম্ভব হবে৷ তাছাড়া আউশকান্দি পাশ দিয়ে রয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক ও মাত্র ৮ কি.মি. দুরে শ্রীহট্ট ইকোনোমিক জোন সহ সিলেট বিভাগের মধ্যে একমাত্র গার্মেস শিল্প জে,আই,সি স্যাুট অবস্থিত।
যা এলাকার মানুষের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে সাহায্য করছে।
অবশেষে এলাকাবাসীর সেই কাংখিত স্বপ্ন পুরণ হতে চলেছে ৷ মৌলভীবাজার -০৩ আসনের এমপি সৈয়দা সায়রা মহসিন ও সাবেক তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রনালয়ের মহাপরিচালক অতিরিক্ত সচিব বাবু বনমালী ভৌমিকের একান্ত সহযোগিতায় ও ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিমের একান্ত প্রচেষ্টায় সেতুটির কাজের বিল পাশ হয়েছে ৷
এতে আরো ভুমিকা রেখেছেন, লন্ডন প্রবাসীর হাজী নুরুল হক ,মতাহের আহমেদ বকুল, ইউপি আওয়ামীলীগের সহ সভাপতি অলিউর রহমান সহ অনেকেই ৷
এ ব্যাপারে জানতে চাইলে ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম জানান সেতুটি এই এলাকার মানুষের বহুল আকাঙ্খিত ৷ তিনি সেতুটির সাথে সংশ্লিষ্ট সকলকে এলাকা বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান ৷
এতে দু’পারের জন সাধারন আনন্দে আত্মহারা।
তবে, সেতুটির নাম কি হবে জানতে চাইলে ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জানান, যেহেতু সেতুটি সাবেক সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলীর পত্নী ও বর্তমান সাংসদ সৈয়দা সায়রা মহসিন এমপির একান্ত প্রচেষ্টায় হয়েছে ৷ তাই এটি সৈয়দ মহসিন আলীর নামে নামকরন করার দাবী জানাই ৷ অপরদিকে অন্যানরা বলছেন, ডিজিটাল বাংলার রূপকার জননেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এর নামে নাম করণ হলে আমরা নিজের ধন্য মনে করবো।
এ সেতুটির কাজ দ্রুত বাস্তবায়ন হলে এলাকাবাসীর স্বপ্ন পুরন হবে। আর এটাই সকলেই কামনা ৷

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com