সংবাদ শিরোনাম :
৩৮ বছর বয়সে ক্রিকেটে ফিরছেন পাকিস্তানের আবদুল রাজ্জাক

৩৮ বছর বয়সে ক্রিকেটে ফিরছেন পাকিস্তানের আবদুল রাজ্জাক

৩৮ বছর বয়সে ক্রিকেটে ফিরছেন পাকিস্তানের আবদুল রাজ্জাক
৩৮ বছর বয়সে ক্রিকেটে ফিরছেন পাকিস্তানের আবদুল রাজ্জাক

খেলাধুলা ডেস্কঃ তিনি মিসবাহ-উল-হককে দেখে উদ্বুদ্ধ। পাকিস্তানের সাবেক অধিনায়ক যদি ৪০ বছরের বেশি বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেন, তাহলে তিনি কেন পারবেন না, এমনটাই মনে করেন আবদুল রাজ্জাক

২০১৩ সালের পর আর আন্তর্জাতিক ক্রিকেট সুযোগ পাননি, পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে তাঁকে শেষবারের মতো খেলতে দেখা গেছে সেই ২০১৫ সালে। বয়স হয়ে গেছে ৩৮। তারপরেও আবদুল রাজ্জাক নতুন করে ফিরছেন ঘরোয়া ক্রিকেটে। প্রথম শ্রেণির ক্রিকেটে পাকিস্তান টেলিভিশনের (পিটিভি) হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

রাজ্জাকের মূল লক্ষ্য পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা। সে লক্ষ্যেই পিটিভির সঙ্গে চুক্তি করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ভালো করেই পিএসএলে খেলতে চান এই অলরাউন্ডার।
১৯৯৬ সালে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল রাজ্জাকের। অভিষেকের সময় বয়স ১৭ বছরও পূর্ণ করেননি তিনি। দেশের হয়ে ৪৬টি টেস্ট, ২৬৫ ওয়ানডে আর ৩২টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৫ সালের পর কোচিং আর টেলিভিশন ধারাভাষ্যেই ব্যস্ত হয়ে পড়েছিলেন; পিএসএলেরই দল কোয়েটা গ্ল্যাডিয়েটরসের সহকারী বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে ধরা হয় রাজ্জাককে। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষের দিকে সে সময়কার পাকিস্তান দলের কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন। দলের মধ্যেও সমালোচিত ছিলেন তাঁর ফিটনেস সমস্যার কারণে। ৩৮ বছর বয়সে পিএসএল খেলতে চাইলে তাঁকে নিজের ফিটনেসটাই নতুন করে প্রমাণ করতে হবে।
রাজ্জাক নিজে অবশ্য আশাবাদী, ‘আমি এবারের ঘরোয়া মৌসুমে পিটিভির অধিনায়কত্ব করব। এই মুহূর্তে নিজেকে বেশ ফিটই মনে হচ্ছে। ফর্মটাও সম্প্রতি ভালো যাচ্ছে। আশা করি এবারের ঘরোয়া মৌসুমে আমি পারফরম করেই আগামী পিএসএলে জায়গা করে নেব।’
ফিটনেসটাকে সময়ের উপযোগী করতে কাজ করে যাচ্ছেন রাজ্জাক, ‘ফিটনেসই চিন্তার বিষয় এই মুহূর্তে। নিজেকে আরও ফিট করে তুলতে কাজ করে যাচ্ছি। আমার মধ্যে ভালো করার ক্ষুধা ও উদ্দীপনাটা কিন্তু ঠিকই আছে।’
মিসবাহ-উল-হককে দেখে উদ্বুদ্ধ রাজ্জাক, ‘আমাদের সকলের চোখের সামনে মিসবাহর উদাহরণ আছে। তাঁকে দেখে আমি সত্যিই উদ্বুদ্ধ হই। মিসবাহ যদি ৪০ বছরের বেশি বয়সে খেলতে পারে, তাহলে আমি ৩৮-এ পারব না কেন!’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com