সংবাদ শিরোনাম :
৩৮ টাকায় চাল সংগ্রহ করবে সরকার: খাদ্যমন্ত্রী

৩৮ টাকায় চাল সংগ্রহ করবে সরকার: খাদ্যমন্ত্রী

৩৮ টাকায় চাল সংগ্রহ করবে সরকার: খাদ্যমন্ত্রী
৩৮ টাকায় চাল সংগ্রহ করবে সরকার: খাদ্যমন্ত্রী

লোকালয় ডেস্কঃ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানিয়েছেন, আগামী ২ মে থেকে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হবে। চলবে ৩১ আগস্ট পর্যন্ত। রবিবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে তিনি একথা বলেন।

এসময় খাদ্যমন্ত্রী বলেন, বোরোতে ৩৮ টাকা কেজিতে চাল সংগ্রহ করা হবে। কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এবার চালের উৎপাদন খরচ ধরা হয়েছে ৩৬ টাকা। আমরা ২ টাকা যোগ করে সংগ্রহ করবো। আতপ চাল ৩৭ টাকা এবং ধানের কেজি ২৬ টাকায় সংগ্রহ করা হবে।

মন্ত্রী আরও বলেন, বোরোতে ১ কোটি ৯০ লাখ টন চাল পাওয়া যাবে। মোট সাড়ে ১০ লাখ মেট্রিকটন চাল সরকার সংগ্রহ হবে। এর মধ্যে ধান আকারে দেড় লাখ মেট্রিক টন, সিদ্ধ চাল ৮ লাখ মেট্রিক টন এবং ১ লাখ আতপ চাল সংগ্রহ করা হবে।

সভায় আরও উপন্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com