সংবাদ শিরোনাম :
১৯টন আলু বেঁচে ৪৯০ টাকা! হতাশায় মোদীকে সেই টাকা পাঠালেন কৃষক

১৯টন আলু বেঁচে ৪৯০ টাকা! হতাশায় মোদীকে সেই টাকা পাঠালেন কৃষক

১৯টন আলু বেঁচে ৪৯০ টাকা! হতাশায় মোদীকে সেই টাকা পাঠালেন কৃষক
১৯টন আলু বেঁচে ৪৯০ টাকা! হতাশায় মোদীকে সেই টাকা পাঠালেন কৃষক

আন্তর্জাতিক ডেস্ক : ফের একবার হতাশ হয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে টাকা পাঠালেন  এক আলু চাষী। ১৯টন আলু বিক্রির পর ৪৯০টাকা পায় এক কৃষক। হতাশায়, ক্ষোভে সেই টাকা মোদীকে মানিঅর্ডার করে ক্ষতিপূরণের দাবি জানায় ওই কৃষক।

ভারতে গত চার বছর ধরেই এমন সমস্যা অব্যাহত। বরৌলি আহিরের নগলা নাথুর বাসিন্দা প্রদীপ শর্মা প্রায় ১০ একর জমিতে আলু চাষ করেছিলেন। এতে প্রায় ১১৫০ প্যাকেট (প্রতি প্যাকেটে ৫০ কিলোগ্রাম) আলুর উত্‍পাদন হয়।

গত ২৪ ডিসেম্বর প্রদীপ ৩৬৮ প্যাকেট (মোট ১,৮৮,৮২৮ কিলোগ্রাম) আলু মহারাষ্ট্রের অকোলা মান্ডিতে বিক্রি করেছিলেন। এই আলু ৯৪,৬৭৭ টাকায় বিক্রি হয়। এতে ৪২,০৩০টাকা গাড়ি ভাড়া, ৯৯৩.৬০টাকা সেই ফসল নামাতে, ১০০ টাকা ড্রাফট কমিশন সহ আরও বহু টাকা খরচ হয়। শেষেমেশ পড়ে থাকে ৪৬,৪৯০টাকা। আর ওপর কোল্ড স্টোরেজে প্রতি প্যাকেটে খরচ ১২৫টাকা।

৩৬৮ প্যাকেট আলুর জন্য কোল্ড স্টোরেজে ভাড়া ৪৬হাজার টাকা। সবমিলিয়ে ওই কৃষকের হাতে আসে ৪৯০টাকা। প্রদীপ সর্মা জানান, এই টাকায় একজনের এক বেলার পেট ভরে না। সেই টাকা তাই প্রধানমন্ত্রীকে পাঠিয়ে ক্ষতিপূরণ দাবি করেন।

প্রসঙ্গত, এর আগে প্রদীপ গত বছর জুলাই মাসে দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে ইচ্ছামৃত্যুর দাবি জানিয়েছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com