সংবাদ শিরোনাম :
হ্যাক হওয়া ফেসবুক আইডি ফিরে পেলেন বুবলী

হ্যাক হওয়া ফেসবুক আইডি ফিরে পেলেন বুবলী

হ্যাক হওয়া ফেসবুক আইডি ফিরে পেলেন বুবলী
হ্যাক হওয়া ফেসবুক আইডি ফিরে পেলেন বুবলী

বিনোদন ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর ফেসবুক আইডি ও পেজ ‘হ্যাক করা হয়েছিল’ ২৮ এপ্রিল, শনিবার। এর চার দিন পর ২ মে, বুধবার পেজ ও আইডি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এই নায়িকা।

বুধবার দুপুরে বুবলী বিষয়টি জানিয়েছেন।

বুবলী জানান, শনিবার সকাল থেকেই নিজের ফেসবুক আইডি ও পেজে প্রবেশ করতে পারছিলেন না তিনি। এর বেশ কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন, আইডি ও পেজ তার নিয়ন্ত্রণে নেই। এরপর পেজের অ্যাডমিনের সহযোগিতায় বুবলী ফেসবুকে একটি মেইল পাঠান। পাশাপাশি সাইবার ক্রাইম নিয়ে রাষ্ট্রীয়ভাবে যারা কাজ করেন, তাদেরও বিষয়টি অবহিত করেন। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকেও বিষয়টি জানানো হয়।

আইডি ও পেজ হ্যাকিংয়ের বিষয়টিকে নিন্দাজনক মন্তব্য করে বুবলী বলেন, ‘যখন বুঝতে পেরেছি আইডি ও পেজ আমার নিয়ন্ত্রণে নেই, তখন থেকেই আমার টিম কাজ করছে, কীভাবে আইডি ও পেজ ফিরে যায়। যদিও কিছুটা সময় লেগেছে ফিরে পেতে।

এই সময়টাতে কিছুটা টেনশনে ছিলাম। তারপরও বলছি, হ্যাকিংয়ের পর যদি আমার পেজ ও আইডি থেকে কোনো অনাকাঙ্ক্ষিত পোস্ট কিংবা ছবি যদি কারও ইনবক্সে পাঠানো হয়, তাহলে কেউ বিভ্রান্ত হবেন না।’

শবনম বুবলী এই মুহূর্তে ‘সুপার হিরো’ ও ‘ক্যাপ্টেন খান’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমার শুটিং শেষ করেছেন এ নায়িকা। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

২০১৬ সালে সংবাদ উপস্থাপক থেকে নায়িকা হন শবনম বুবলী। ঢালিউড তারকা শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হয়। এরপর ‘রংবাজ’, ‘অহংকার’সহ আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি।

বুবলী একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন। সেটিও প্রশংসিত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com